শিরোনাম
লন্ডন, ৯ জুন ২০২৩ (বাসস) : দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৬৯ দশমিক ৪ ওভারে ২৯৬ রানে অলআউট হয়েছে ভারত। এতে প্রথম ইনিংস থেকে ১৭৩ রানের লিড পেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৬৯ রান করেছিলো অসিরা।
দ্য ওভালে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৫১ রান করেছিলো ভারত। অধিনায়ক রোহিত শর্মা ১৫, শুভমান গিল ১৩, চেতেশ^র পূজারা-বিরাট কোহলি ১৪ করে ও রবীন্দ্র জাদেজা ৪৮ রানে আউট হয়েছিলেন। আজিঙ্কা রাহানে ২৯ ও শ্রীকর ভরত ৫ রানে অপরাজিত ছিলেন।
আজ তৃতীয় দিন বাকী ৫ উইকেটে ১৪৫ রান যোগ করতে পারে ভারত। ১১টি চার ও ১টি ছক্কায় ১২৯ বলে ৮৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন রাহানে। লোয়ার অর্ডারে শারদুল ঠাকুর ৬টি চারে ৫১ রান করেন।
বল হাতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৩টি, মিচেল স্টার্ক-স্কট বোল্যান্ড-ক্যামেরুন গ্রিন ২টি করে উইকেট নেন।