বাসস
  ১০ জুন ২০২৩, ২০:১৫

বেদিকে টপকে ভারতের সেরা বাঁ-হাতি স্পিনার এখন জাদেজা

লন্ডন, ১০ জুন ২০২৩ (বাসস) : বিষেণ সিংহ বেদীকে টপকে ভারতের সেরা বাঁ-হাতি স্পিনার এখন রবীন্দ্র জাদেজা।
ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট নেন জাদেজা। এর মাধ্যমে বাঁ-হাতি স্পিনার হিসেবে বেদিকে টপকে  ভারতের পক্ষে উইকেট শিকারি বনে যান  জাদেজা। ৬৫ টেস্টে জাদেজার উইকেট ২৬৮, ৬৭ ম্যাচে বেদির শিকার ২৬৬। এতদিন ভারতের পক্ষে বাঁ-হাতি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকারের মালিক ছিলেন বেদি।
ভারতের বাঁ-হাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ শিকারী হয়ে ১৯৭৯ সালে সর্বশেষ টেস্ট খেলেছেন বেদি। ৪৩ বছর ধরে বেদির আগলে রাখা রেকর্ড ভাঙলেন জাদেজা।
বেদির রেকর্ড ভাঙার পাশাপাশি টেস্টে সফলতম বাঁ-হাতি স্পিনারদের তালিকাতে চতুর্থস্থানে উঠে এসেছেন জাদেজা। বা-ঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি উইকেটের মালিক শ্রীলংকার রঙ্গনা হেরাথের। ৯৩টি টেস্টে ৪৩৩টি উইকেট শিকার করেছে হেরাথ। দ্বিতীয়স্থানে আছে নিউজিল্যান্ডে সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ১১৩ টেস্টে ৩৬২টি উইকেট আছে তার। ৮৬ টেস্টে ২৯৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড।
এই তালিকায় জাদেজা চতুর্থস্থানে উঠে আসায় পঞ্চমস্থানে নেমে গেছেন বেদি।