শিরোনাম
লন্ডন, ১২ জুন ২০২৩ (বাসস) : ১৮৭৭ সালের ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাসের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ২০২৭ সালে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি হবে। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২৭ সালে মেলবোর্নেই টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
এছাড়াও ১৮৮০ সালের ৬ সেপ্টেম্বর ঘরের মাঠ ওভালে প্রথম টেস্ট খেলেছিলো ইংল্যান্ড। ২০৩০ সালে ঘরের মাঠে টেস্ট খেলার ১৫০ বছর পূর্তি ইংল্যান্ডের। এই উপলক্ষ্যে ২০৩০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার পরিকল্পনা ইংলিশদের।
দু’টি ক্ষেত্রে টেস্ট ফরম্যাটে ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তিন বছরের ব্যবধানে দু’টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
১৫০ বছর পূর্তির ঐ দু’টি টেস্ট নিয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড মেইল স্পোর্টসকে বলেন, ‘ধারণাটা বেশ আকর্ষণীয়। এ ধরনের আয়োজন আরও হওয়া উচিত।’
১৮৭৭ সালে টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচে মেলবোর্নে অস্ট্রেলিয়া ৪৫ রানে হারিয়েছিলো ইংল্যান্ডকে।
শতবর্ষ উপলক্ষ্যে ১৯৭৭ সালে মেলবোর্নে টেস্ট খেলেছিলো অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ঐ টেস্টও ৪৫ রানে জিতেছিলো অস্ট্রেলিয়া।
এছাড়া ১৮৮০ সালে ঘরের মাঠ ওভালে প্রথম টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ টেস্টটি ৫ উইকেটে জিতেছিলো ইংলিশরা।
এরপর ১৯৮০ সালে নিজেদের মাটিতে প্রথম টেস্ট খেলার শতবর্ষ উদযাপন করে ইংল্যান্ড। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে অস্ট্রেলিয়ার সাথে ড্র করেছিলো ইংলিশরা।