শিরোনাম
ঢাকা, ১৪ জুন ২০২৩ (বাসস) : বিশে^র ২২তম বোলার হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট শিকার করেছেন আফগানিস্তানের পেসার নিজাত মাসুদ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে অভিষেক হয় আফগানিস্তানের ২৪ বছর বয়সী মাসুদের।
টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বোলিং আক্রমনে আসেন মাসুদ। প্রথম ডেলিভারিতেই বাংলাদেশের ওপেনার জাকির হাসানকে (১) শিকার করেন মাসুদ। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দেন জাকির। বল উইকেটরক্ষকের হাতে জমা পড়লেও তাতে সাড়া দেননি নন-স্ট্র্রাইকের আম্পায়ার অস্ট্রেলিয়ার পল রাইফেল। এতে রিভিউ নেয় আফগানিস্তান।
রিভিউতে জাকিরকে আউট দেন থার্ড আম্পায়ার দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক । এই আউটের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম তুলেন মাসুদ। বিশে^র ২২তম বোলার হিসেবে টেস্ট ক্যারিয়ারের অভিষেকের প্রথম বলে উইকেট নিলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে এর আগে একবার টেস্ট ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেয়ার ঘটনা ঘটেছিলো। ২০০২ সালের জুলাইয়ে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মোহাম্মদ আশরাফুলকে বোল্ড করেছিলেন অভিষেক ম্যাচ খেলতে নামা শ্রীলংকার চামিলা গামাগে।
এই তালিকায় সবার আগে নাম লিখেছেন অস্ট্রেলিয়ার টম হোরান । ১৮৮৩ সালে সিডনিতে ইংল্যান্ডের ওয়াল্টার রিডকে বোল্ড করেছিলেন তিনি।
মাসুদের কীর্তি গড়ার আগে ২০১৬ সালে সর্বশেষ এই নজির গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার হারডাস ভিলিয়ন ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক অ্যালিস্টার কুককে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই আউট করেছিলেন ভিলিয়ন।
টেস্টে বাংলাদেশের কোন বোলারের ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেয়ার কীর্তি নেই। তবে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম বলেই উইকেট নিয়েছেন স্পিনার মোসাদ্দেক হোসেন। ২০১৬ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষেই প্রথম বলে উইকেট নিয়েছিলেন তিনি। মোসাদ্দেকের শিকার হন আফগানদের বর্তমান টেস্ট অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৩০ জন ও টি-টোয়েন্টিতে ২৫ জন বোলার ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নেন। টি-টোয়েন্টির তালিকায় নাম আছে বাংলাদেশের তাইজুল ইসলামের। ২০১৯ সালে মিরপুরে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলরকে টি-টোয়েন্টিতে নিজের প্রথম বলেই আউট করেছিলেন তাইজুল।