বাসস
  ১৪ জুন ২০২৩, ১৬:৩৭
আপডেট : ১৪ জুন ২০২৩, ১৬:৪২

দ্বিতীয় সেশনে শান্তর সেঞ্চুরি, জয়ের আক্ষেপ

ঢাকা, ১৪ জুন ২০২৩ (বাসস) : আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়। শান্তর সেঞ্চুরি ও মাহমুদুলের হাফ-সেঞ্চুরিতে ৪৯ ওভারে ২ উইকেটে ২৩৫ রান তুলে চা-বিরতিতে যায়  বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলের ইনিংস শুরু করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দ্বিতীয় ওভারের প্রথম বলে আফগানিস্তানের হয়ে অভিষেক হওয়া পেসার নিজাত মাসুদের বলে আউট হন জাকির। ২ বল খেলে ১ রান করেন তিনি।
দলীয় ৬ রানে জাকিরকে হারানোর পর জয়ের সাথে দ্বিতীয় উইকেটে ২৬৭ বলে ২১২ রানের জুটি গড়েন শান্ত। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে আফগানিস্তানের স্পিনার রহমত শাহর বলে ৭৬ রানে আউট হন জয়।  ১৩৭ বলের ইনিংসে ৯টি চার মারেন শান্ত।
টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১২৬ রানে অপরাজিত আছেন শান্ত। ১৫১ বল খেলে ২১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। শান্তর সাথে ১১ রানে অপরাজিত মোমিনুল হক।