বাসস
  ২১ অক্টোবর ২০২৩, ১৯:০৬

নভেম্বর ফরেন চেম্বারের ৬০ বছরের পূর্তি অনুষ্ঠান 

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৩ (বাসস) : ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)’র প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৮ ও ৯ নভেম্বর রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে ‘৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলা ২০২৩’ আয়োজন করতে যাচ্ছে।  
শনিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ফ্ল্যাগশিপ মেগা-ইভেন্টের ঘোষণা দেওয়া হয়। আসন্ন এই আয়োজনের মূল প্রতিপাদ্য ‘ফরেভার ফিউচারস্ ফরওয়ার্ড’।  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে জানানো হয় ।
এই আয়োজন সম্পর্কে চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে এফআইসিসিআই-এর ভূমিকা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। সেই সাথে দেশের বিনিয়োগ-বান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরিতে নীতিগত সহায়তার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আমাদের সদস্যদের অবদান তুলে ধরা হবে। সদস্য প্রতিষ্ঠানগুলোর সাফল্যের গল্পগুলো উঠে আসবে এই আয়োজনে।’ 
তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এফআইসিসিআই-এর গবেষণা প্রতিবেদন ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১ : প্রায়োরিটাইস ফর বিল্ডিং কনড্যুসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ এবং ইএসজি পাবলিকেশন ‘ইএসজি এক্সিলেন্স : এ ক্রনিকেল অব এফআইসিসিআই মেম্বারস’ উন্মোচন করবেন।  
বিনিয়োগ মেলা প্রসঙ্গে এফআইসিসিআই পরিচালক ও অনুষ্ঠানের আহ্বায়ক মাহাবুব উর রহমান বলেন, ‘দুই দিনব্যাপী অনুষ্ঠেয় বিনিয়োগ মেলায় দেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও খাতভিত্তিক বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে। আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো ৪০টি স্টলে তাদের নতুন উদ্ভাবন, পরিষেবা এবং পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। আশা করছি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন অংশীদার, থিংক-ট্যাংক, স্টেকহোল্ডার, দেশীয় সফল কর্পোরেট কর্মকর্তাবৃন্দসহ জনসাধারণ মেলা পরিদর্শন করবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা ‘গ্রিন ভ্যাল্যু চেইন” এবং “ইনভেস্টমেন্ট ক্লাইমেট : কারেন্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড মিশন ২০৪১” বিষয়ের ওপর দুটি প্ল্যানারি সেশনের আয়োজন করছি, যেখানে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যাত্রাকে ত্বরান্বিত করতে বিশেষজ্ঞরা তাদের মূল্যবান মতামত উপস্থাপন করবেন।
ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মহসিনা ইয়াসমিন বলেন, ‘বিডা দীর্ঘসময় ধরে এফআইসিসিআই-এর সাথে এফডিআই প্রচারণা এবং দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, এফআইসিসিআই-এর এই মেগা-ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হতে পেরে আমরা আনন্দিত।’
তিনি মনে করেন, এই ইভেন্টটি দেশে বিদ্যমান বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।  
এফআইসিসিআইয়ের সহসভাপতি স্বপ্না ভৌমিক, চেম্বারের নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির ও অন্যান্য পরিচালকবৃন্দ এবং বিডার জ্যেষ্ঠ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।