বাসস
  ২৯ অক্টোবর ২০২৩, ১৯:০৮

নভেম্বর মাসজুড়ে সব কর অঞ্চলে মিলবে সব ধরনের করসেবা

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৩ (বাসস): এবারও হচ্ছে না করমেলা। তবে নভেম্বর মাসজুড়ে কর অঞ্চলগুলোতে মেলার আদলে সেবা দেওয়া হবে। করদাতারা নিজেরা কর অঞ্চলে গিয়ে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করতে পারবেন।  
করদাতারা নিজ নিজ কর অঞ্চলে গিয়ে যেন রিটার্ন দাখিল করতে পারেন, সেই লক্ষ্যে কর অঞ্চলগুলোকে করমেলার পরিবেশ তৈরি এবং সব ধরনের সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। 
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বাসসকে বলেন, আগামী বুধবার থেকে প্রতিটি কর অঞ্চলে রিটার্ন জমা দেয়ার জন্য যাবতীয় করসেবা পাবেন করদাতারা। দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল কার্যালয়ে করসেবা দেওয়া হবে। সেখানে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণেও সহায়তা করা হবে করদাতাদের। 
তিনি জানান, রিটার্ন জমার সঙ্গে সঙ্গে করদাতারা তাৎক্ষণিকভাবে পাবেন রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র। এ ছাড়া ই-রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে।
আইন অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমার শেষ দিন। এর মধ্যে সব কর শনাক্তকরণ নম্বরধারীকে (টিআইএন) রিটার্ন জমা দিতে হবে।