বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৪, ২২:৫৯

প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করতে হবে : রকিব উল্লাহ

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ বিনির্মাণ ও দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ। তিনি বলেন, প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশ ও দেশের অর্থনীতি শক্তিশালী করতে হবে। 

আজ সৌদি আরবের  রিয়াদে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। তিনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত ত্রিশ লক্ষ শহিদ ও নির্যাতিত দুই লক্ষাধিক মা- বোনদের এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতাকে। 

চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ বলেন, একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে উঠতে হলে নিজেদের মধ্যে একতার কোনো বিকল্প নেই। নিজেদের মধ্যে একতা ছিলো বলেই ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালি অস্ত্রে-শস্ত্রে সুসজ্জিত পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশ স্বাধীন করেছিল। একইভাবে, ছাত্র-জনতার একতা ২০২৪ এ আবার আমাদের স্বাধীনতার স্বাদ আরেকবার আস্বাদন করেছে। 

তিনি বলেন, এই একতাই আমাদের দেশি-বিদেশি যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য দেশের তরুণদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এই উপলক্ষ্যে আজ সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও রিয়াদস্থ প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন। এরপর  দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ এবং একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।