শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৭ আগস্ট, ২০২৩ (বাসস) : গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আজ দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ রুমে ‘ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ ’ গোপালগঞ্জ জেলা সংসদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের সাধারণ সম্পাদক হাবীব তাড়াশী।
এ কর্মশালায় সমন্বয়ক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী সপ্তর্ষী বিশ্বাস।
এই প্রশিক্ষণে গোপালগঞ্জ জেলার ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করে।
আজ বিকেলে প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, গোপালগঞ্জ জেলা সংসদের উপদেষ্টা খোন্দকার এহিয়া খালেদ সাদী অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ।