বাসস
  ০৫ জুলাই ২০২৪, ১১:১২

নওগাঁয় আবৃত্তি পরিষদের তিনযুগ পূর্তি উৎসব উদযাপন

নওগাঁ, ৫ জুলাই, ২০২৪ (বাসস) : "তিনযুগ পূর্তি উৎসবে কন্ঠ মিলাই আবৃত্তির টানে" প্রতিপাদ্যে  জেলায় আবৃত্তি পরিষদের তিনযুগ পূর্তি উৎসবে উদযাপিত হয়েছে।  
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে যুগপূর্তি উৎসবের কর্মসূচি শুরু হয়।
পরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আবৃত্তি পরিষদের সভাপতি ডাক্তার ময়নুল হক দুলদুলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন- আবৃত্তি ও নাট্য নির্দেশক মীর বরকত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান শাবিন শাহরিয়ার, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. তাইফুর রহমান, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী ও এটিএন বাংলার সংবাদ পাঠক খন্দকার আসিফুর রহমান সাগর
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- আবৃত্তি পরিষদের সাবেক সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ।
পরে পর্যায়ক্রমে একক আবৃত্তি ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি কাররা।
অসীম কুমার মহন্তের নির্দেশনায় ''নিরুদ্দেশে মহাকাল" এবং রফিকুদ্দৌলা রাব্বীর নির্দেশনায়
''শাণিত উচ্চারণে আনুক শান্তির পৃথিবী'' পৃথক দুটি বৃন্দ আবৃত্তি প্রয়োজনা পরিবেশিত হয়।
এর আগে আনুষ্ঠানিকভাবে ফরিদুল করিম তরফদারের সম্পাদনায় আবৃত্তি পরিষদের ৩৬ বছর পূর্তির স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
সবশেষে ঢাকা'র বিশিষ্ট আবৃত্তি সংগঠন কন্ঠশীলন  "তাজমহলের টেন্ডার"  নামে এক মঞ্চ নাটক পরিবেশন করে।