বাসস
  ২৯ জুলাই ২০২৪, ২০:৫০

নিউইয়র্কে সংস্কৃতি সম্মেলনে শিল্পকলা একাডেমির পরিবেশনা

ঢাকা, ২৯ জুলাই, ২০২৪ (বাসস) : নিউইয়র্কের মল্লি ইউনিভার্সিটির ম্যাডিসন থিয়েটারে ২৭ ও ২৮ জুলাই দু’দিনব্যাপী চতুর্দশ উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেছে শিল্পকলা একাডেমি।
প্রথম দিনের পরিবেশনায় ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান 'বিপুল তরঙ্গ' এবং কবি কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' ও কবি সৈয়দ শামসুল হকের 'আমার পরিচয়' কবিতা অবলম্বনে নৃত্য কোরিওগ্রাফি। পরিবেশনায় অংশ নিয়েছেন একাডেমির নৃত্যশিল্পী এসকে জাহিদ ও জান্নাতুল ফেরদৌস লোটাস।
এ সময় 'বিশ্বায়নে নজরুল' শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন সৌম্য সালেক।
দ্বিতীয় দিনে ছিল 'লালনের ধ্যান' ও 'সোহাগ চাঁদ বদনী ধ্বনি' নৃত্য কোরিওগ্রাফি ও কবিতা পাঠ।
শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ভাবনা ও পরিকল্পনায় ছিলেন, একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সম্মেলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের সংগীত শিল্পী, নৃত্যশিল্পী ও কবি-সাহিত্যিকগণ।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে শিল্পীদের সম্মাননাপত্র ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়।