বাসস
  ১৮ আগস্ট ২০২৪, ১৫:৫৭

সুনামগঞ্জের ধনীটিলায় চলছে ঝুলনযাত্রা

সুনামগঞ্জ, ১৮ আগস্ট, ২০২৪ (বাসস): জেলার ছাতক উপজেলার ইসলাপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে শ্রী-শ্রী রাঁধা-কৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব চলছে।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে ঝুলনযাত্রা অন্যতম বড় উৎসব।
প্রতিবছরই উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধনীটিলা, রাসনগর ও রতনপুর গ্রামে বসবাসরত মণিপুরী সম্প্রদায়ের লোকজন ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও উৎসবমূখর পরিবেশে শ্রী শ্রী রাঁধা-কৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব পালন করে থাকেন।
ধনীটিলা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরে এইঝুলন যাত্রা উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয় শুক্রবার রাত থেকে। ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে এই উৎসব আগামীকাল সোমবার বিকেলে শেষ হবে বলে জানিয়েছেন পুরোহিত (কীর্তন মাপু) ব্রজগোপাল শর্মা ও ঝুলনযাত্রা পরিচালনা কমিটির সভাপতি ইন্দ্র মোহন সিংহ।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির অন্যতম তীর্থস্থান। এখানে সানন্দে প্রত্যেক ধর্মাবলম্বীরা যাতে স্ব-স্ব ধর্মীয় আচার অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে জন্য জেলা ও উপজেলা প্রশাসন সবসময় মানুষের পাশে থাকেন।