বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৮

জয়পুরহাটে মহানাম যজ্ঞ ও রাধা গোবিন্দের লীলা কীর্তন শুরু

জয়পুরহাট, ৩ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): জয়পুরহাট জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির (হরিবাসর) চত্বরে
সোমবাররাত ৯টায়  শুরু হয়েছে ৫৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ ও রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠান।
জয়পুরহাট জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে একটি নতুন বাংলাদেশ পাওয়ায় এবং বিশ্ব শান্তি কল্পে সমগ্র মানব জাতির কল্যাণার্থে জয়পুরহাট জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির (হরিবাসর) চত্বরে সোমবার থেকে শুরু হয়েছে ৫৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন এবং মহাপ্রভুর ভোগ মহোৎসব । এটি হচ্ছে জয়পুরহাট জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটির আয়োজিত ১৩২ তম মহানাম যজ্ঞ অধিবেশন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত কীর্তনীয় দল রাধা গোবিন্দের লীলা কীর্তি তুলে ধরছেন। জয়পুরহাট জেলার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ওই মহানাম যজ্ঞ অধিবেশনে অংশ গ্রহণ করছেন।