শিরোনাম
রাঙ্গামাটি, ২২ অক্টোবর, ২০২৪ (বাসস) : জেলায় আজ পর্যটন সংশ্লিষ্ট অংশীজনের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুুর দেড়টায় স্থানীয় পর্যটন রিসোর্ট বার্গি লেক ভ্যালীর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
স্থানীয় জুমকিং ইকো রির্সোটের পরিচালক তনয় দেওয়ানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, জেলা লঞ্চ মালিক সমিতির সভাপতি ও আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা বলেন, রাঙ্গামাটি পর্যটন শিল্পে অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলা। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় উদ্যোক্তাদের মাধ্যমে গড়ে উঠেছে নতুন নতুন দৃষ্টিনন্দন পর্যটন স্পট। রাঙ্গামাটির সম্ভাবনাময় পাহাড়ী এলাকাগুলোকে পর্যটন শিল্পের আওতায় এনে কাজে লাগাতে হবে। তাহলে রাঙ্গামাটি পর্যটন শিল্পে এগিয়ে যাবে। এসব পর্যটন স্পটগুলো আরো সমৃদ্ধ করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পর্যটন সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানোসহ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ী কন্যা রাঙ্গামাটিকে দেশের সেরা পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় রিসোর্টর্স ওনার্স এসোসিয়েশন, আবাসিক হোটেল মালিক সমিতি, ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ রাঙ্গামাটি (টোয়ার), রাঙ্গামাটি পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড, লঞ্চ মালিক সমিতি, রাঙ্গামাটি রেস্তোরাঁ মালিক সমিতি, রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, রাঙ্গামাটি তাঁত শিল্প মালিক সমিতি, রাঙ্গামাটি রেস্টুরেন্ট এসোসিয়েশন, রিজার্ভ বাজার ট্যুরিস্ট বোট মালিক সমিতি, সমতা ঘাট ট্যুরিস্ট বোট মালিক সমিতি, পর্যটন ঘাট ট্যুরিস্ট বোট মালিক সমিতি, ফিশারী ঘাট ট্যুরিস্ট বোট মালিক সমিতি, হাউজ বোট ওনার্স এসোসিয়েশন অফ রাঙ্গামাটি প্রভৃতি-সহ মোট ১৪টি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।