বাসস
  ২৯ অক্টোবর ২০২৪, ১২:৫০

মাদারীপুরের কালকিনিতে কাল থেকে শুরু হচ্ছে কুন্ডুবাড়ির মেলা

মাদারীপুর, ২৯ অক্টোবর, ২০২৪ (বাসস): জেলার কালকিনি উপজেলার ভুরঘাটায় ২২০ বছরের ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা আগামীকাল থেকে শুরু হবে।

জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার জানান, এ বছর কুন্ডুবাড়ির মেলা চলবে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। মেলায় আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়োজিত থাকবে পুলিশ ও আনসার। এছাড়া আজ থেকে ২ নভেম্বর পর্যন্ত ৫ দিন সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প থাকবে।

এবছর কুন্ডু বাড়ি পূজার আয়োজক স্বপন কুন্ডুর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী মেলার অনুমতি দেয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল সোমবার থেকে পুলিশ ও প্রশাসনের নেতৃত্বে মেলার স্থলে মুজাহিদ কমিটি (চরমোনাইপন্থী) কর্তৃক স্থাপিত নেতিবাচক প্রচারণা সম্বলিত ব্যানারসমূহ অপসারণ করা হয়। মেলায় আয়োজক ও জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। মুজাহিদ কমিটির পক্ষ থেকে জুয়া, অশ্লীল নৃত্য, চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। মেলায় এসব বিষয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

কুন্ডুবাড়ির কালি মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি স্বপন কুন্ডু বলেন,আমার আবেদনের ভিত্তিতে তিনদিনের জন্য মেলার অনুমতি দেয়া হয়েছে। আমরা চাই সবাই সুন্দরভাবে অনুষ্ঠান উদযাপন করতে।

জেলা প্রশাসক আরও জানান, মেলায় কালকিনি পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে বিদ্যুৎ, জেনারেটর ও সিসি ক্যামেরা দেওয়া হবে। এ খাতের নামে কোনো প্রকার চাঁদাবাজি করা যাবে না। মেলার আশপাশে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম যেন না ঘটতে পারে সে বিষয় নজরদারি বৃদ্ধি করা হবে।