বাসস
  ৩০ অক্টোবর ২০২৪, ১৩:৪২

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর, ৩০ অক্টোবর, ২০২৪ (বাসস) : জেলার ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শহরের  সরকারী শিশু পরিবারের পুকুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) এর জেলা সংবাদদাতা আব্বাছ হোসেন, সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. শরীফ হোসেন, জেলা রোভারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম খলিল ও বাংলাদেশ স্কাউটস জেলা শাখার কমিশনার মোহাম্মদ আবদুল মাজিদ। এসময় জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের  ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । পরে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৭০জন শিক্ষার্থী সাঁতার  প্রতিযোগিতা অংশ নেয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান বলেন, সাঁতার না জানার কারনে বছরের অসংখ্যা মানুষ পানিতে ডুবে মৃত্যু বরণ করে। যদি সাঁতার জানা থাকতো তাহলে অকাল মৃত্যু থেকে অনেক শিশু-কিশোর রক্ষা পেতো।

পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরন করা হয়।