শিরোনাম
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৪ (বাসস) : বিখ্যাত হলিউড সিনেমা ‘দ্য গডফাদার’ এ অনবদ্য অভিনয় করে ২য় অস্কার জিতে নিয়েছিলেন মারলন ব্র্যান্ডো, আবার ‘টাইটানিক’ সিনেমায় কেট উইন্সলেটের রগচটা বাগদত্তার ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন বিলি জেন।
তবে এদের দুজনের মধ্যে যোগসূত্র কোথায়?
গতকাল রাত বাংলাদেশ সময় আনুমানিক রাত ১:৪৮ নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) এ ছড়িয়ে পরে ‘দ্য গডফাদার’ সিনেমার একটি দৃশ্যের স্থিরছবি। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়, ছবিটিতে বসে থাকা মানুষটিকে মারলন মনে হলেও আদতে তার সাজে সেখানে বসে আছেন স্বয়ং বিলি।
একে একে প্রকাশ পায় আরও কিছু ছবি। জানা যায়, খুব শীঘ্রই বড় পর্দায় মারলন ব্র্যান্ডো হয়ে বিলি আসছেন, ‘ওযালজিং উইথ ব্র্যান্ডো’ সিনেমাটি নিয়ে। সেই সিনেমারই স্ক্রিন টেস্ট লুকে তিনি ধরা দিয়েছিলেন আলোকচিত্রীর ক্যামেরায়।
বিলি এর আগেও নজর কেড়েছেন টাইটানিক, দ্য ফ্যান্টম আর ব্যাক টু দ্য ফিউচার : ২ এর মতন সিনেমাগুলো দিয়ে। দীর্ঘ বিরতির পর তার এই স্থিরচিত্রগুলো আলোড়ন তুলেছে ভক্তদের মাঝে। নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি তিনি ছবিটি প্রযোজনাও করেছেন বলে জানা যায়।
ইতালিতে আসন্ন ২২ নভেম্বর-৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘৪২তম টোরিনো ফিল্ম ফেস্টিভ্যাল’ এ কিংবদন্তী অভিনেতা মারলনের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রদর্শিত হতে যাচ্ছে এই সিনেমাটি। বলা হচ্ছে, ফেস্টিভ্যালের মূল আকর্ষণ এই সিনেমাটির প্রদর্শনীর মধ্য দিয়েই পর্দা নামবে এবারের আসরের।
২০১১ সালে প্রকাশিত স্থপতি বারনার্ড জজের স্মৃতিকথন ‘ওযালজিং উইথ ব্র্যান্ডো : প্ল্যানিং এ প্যারাডাইস ইন তাহিতি’ বইটির অবলম্বনে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন বিল ফিশম্যান।