শিরোনাম
ঢাকা, ৭ নভেম্বর, ২০২৪ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১০ দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ শীর্ষক এ অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীরা অংশ নেন।
গত ২২ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালার কোর্স প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) সাজ্জাদ হোসেন। কর্মকর্তাদের সরকারী ক্রয় প্রক্রিয়া সুষ্ঠ ও স্বচ্ছভাবে সম্পাদন করার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর বিভিন্ন আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর বিভিন্ন বিধিমালাসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন। একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের দক্ষতা বাড়াতে ১০ দিনের এ প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক, নাট্য নির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
১০দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার কোর্স পরিচালক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান এবং কোর্স কো- অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর আব্দুল মুনিম তরফদার।