শিরোনাম
ঢাকা, ২৩ নভেম্বর. ২০২৪ (বাসস): বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকা স্কুলের গুলশান ও বনানী জুনিয়র শাখার উদ্যোগে দক্ষিণারঞ্জণ মিত্র মজুমদার রচিত ঠাকুর মা’র ঝুলি থেকে নৃত্যনাট্য বুদ্ধ-ভুতুম ও কলাবতী রাজকণ্যা মঞ্চস্থ হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যাভিনেতা ও নাট্য নির্দেশক তারিক আনাম খান। এতে বিশেষ অতিথি ছিলেন স্কলাসটিকার প্রতিষ্ঠাতা ইয়াসমীন মুরশেদ।
স্বাগত বক্তৃতা করেন গুলশান ও বনানী জুনিয়র শাখার অধ্যক্ষ সৈয়দা ফারদাহ ফারহানা আলম।
ইভা আফরোজের নির্দেশনায় নৃত্যনাট্যটির সঙ্গীত পরিচালনা করেন খৈয়াম সানু সন্ধি। নৃত্য পরিচালনা করেন কানিজ ফাতেমা ও বিসমাহ খান।
উল্লেখ্য, দেশের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার প্রয়াসে এই নৃত্যনাট্য মঞ্চস্থ করা হয়।