বাসস
  ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:১৬

ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসবের শুরু মঙ্গলবার

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৪ (বাসস): আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপি ইরানি চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ উৎসব সবার জন্য উন্মুক্ত।

ঢাকায় ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ও ফিল্ম ক্লাবের উদ্যোগে “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইরানি চলচ্চিত্র উৎসব-২০২৪” শীর্ষক এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী দিনে বেলা ১১টায় প্রদর্শিত হবে ইবরাহিম হাতামি কিয়া পরিচালিত ‘বডিগার্ড’। উৎসবের দ্বিতীয় দিন ৪ ডিসেম্বর বুধবার বেলা ১টায় পরিচালিত হবে ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদির ‘দি কালার অব প্যারাডাইস’ ও বেলা ২টা ৩০মিনিটে সেইফুল্লাহ দাদ পরিচালিত ‘দি সারভাইভার’। উৎসবের শেষ দিন ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মাজিদ মাজিদির ‘দি সংস অব স্প্যারো’, বেলা ১১টা ৪৫মিনিটে আব্বাস কিয়ারোস্তামির ‘টেস্ট অব চেরি’ এবং বেলা ১টা ৪৫মিনিটে মাজিদ মাজিদির ‘দি চিল্ড্রেন অব হ্যাভেন’ প্রদর্শিত হবে।

ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ৩ ডিসেম্বর  বেলা ১১ টায় এ উৎসব উদ্বোধন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ নিস্তার জাহান কবীর।