শিরোনাম
ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আজ থেকে শুরু হচ্ছে ।
সাংস্কৃতিক বৈচিত্র্যতা ছড়িয়ে দিতে শিল্পকলা একাডেমির মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজনে আজকের অনুষ্ঠানমালায় রয়েছে ‘জুলাই অভ্যুত্থানের পারফরম্যান্স’ ‘গণঅভ্যুত্থানের গান’ ও ‘ওয়ানগালা উৎসব’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ছাত্র-জনতার স্বর অনুস্মরণে বহুত্ববাদী গণতন্ত্র, ধর্ম ও জাতি নিরপেক্ষ জনমুখী সংস্কৃতির বিকাশে পারফরম্যান্স শিল্পীদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতা ও ছবির হাটে আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে জুলাই অভ্যুত্থানের পারফরম্যান্স ‘শোন মহাজন আমরা হাজারজন’।
এছাড়াও আগামীকাল ৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা ও হাকিম চত্বরে বিকেল ৩টায় একই অনুষ্ঠান জুলাই অভ্যুত্থানের পারফরম্যান্স ‘শোন মহাজন আমরা হাজারজন’ অনুষ্ঠিত হবে। দুইদিনে ৪১ জন শিল্পী ও পারফর্মার এতে অংশগ্রহণ করবেন।
আজ বিকেল ৩ টায় আয়োজিত পারফরম্যান্সে অংশ নেবেন আফসানা শারমিন ঝুম্পা, আবু নাসের রবি, মোহাম্মদ জাহিদ হোসেন, সুমনা আক্তার, ফারিয়া খানম তুলি, ইফাত রজোয়ানা রিয়া, সাজান রানা, হেলাল সম্রাট, সুমন বিশ্বাস, খাইরুল ইসলাম রানা এবং শিরীন আক্তার।
পরিবেশনা বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল ফেইসবুক পেইজ এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হবে।
আজ বিকেল ৪ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন, গাজীপুরের সহযোগিতায় রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হবে ‘গণঅভ্যুত্থানের গান’ নিয়ে আয়োজন। জুলাই বিপ্লব পরবর্তী গণঅভ্যুত্থানের গানগুলো নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছে।
শ্রমিক-জনতা বাহাসের মাধ্যমে জনগণের কন্ঠস্বরকে শ্রদ্ধা জানাতে এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করবে গার্মেন্টস শিল্প শ্রমিকরা। এছাড়া জীন ব্রাদার্সের শিল্পীরা ‘গণঅভ্যুত্থানের গান’-এ অংশ নেবেন। ‘মনের গভীরে মন কত অসহায়, প্রতিবাদী মন মনে স্বাধীনতা চায়’ শিরোনামে এই আয়োজনে পরিবেশনা উপস্থাপন করবেন ইমাম হাসান শান্ত, হোসাইন জীবন, দাঈম আল এহশান জীম, কাঈফ বিন ইসলাম, ইমন চৌধুরী, শোভন কুমার দে, আকলিমা আক্তার, মোহাম্মদ হযরত বিল্লাল, মাহমুদা আক্তার, লামিয়া ইসলাম তানহা। অনুষ্ঠান উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জাকির হোসেনের পিতা আব্দুস সামাদ।
অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল ফেইসবুক পেইজ এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হবে।
এছাড়াও নেত্রকোনার বিরিশিরিতে আজ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 'ওয়ানগালা উৎসব-২০২৪'। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আদিবাসী সেল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি, নেত্রকোণার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। সভাপতিত্ব করবেন নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস। অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রিন্সিপাল রেভা: মনীন্দ্র নাথ মারাক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোণার পরিচালক ও গীতিকবি সুজন হাজং। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ। পরিবেশনায় ধোবাউড়া গারো সাংস্কৃতিক দল, গোপালপুর গারো সাংস্কৃতিক দল, আড়াপাড়া গারো সাংস্কৃতিক দল, গোহালীদেও গারো সাংস্কৃতিক দল এবং পূর্ব উৎরাইল গারো সাংস্কৃতিক দল।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী চলমান এ আয়োজনে ৭ ডিসেম্বর সারাদেশে বিভাগীয় পর্যায়ে একযোগে যন্ত্রসংগীত উৎসব অনুষ্ঠিত হবে।