বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩১

বগুড়ায় জাসাস-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

বগুড়া, ২৭ ডিসেম্বর ২০২৪ (বাসস): জেলার গাবতলী উপজেলায় আজ নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, বাদজুমা দোয়া মাহফিল, এরপর এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ প্রভৃতি। 
আজ শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জাসাস-এর কর্মসূচির শুরু হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

গাবতলী উপজেলা ও পৌর শাখা জাসাস-এর আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাবতলী উপজেলা জাসাসের সভাপতি আরিফুর রহমান লিটন। 

এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা জাসাসের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, যুগ্ম-আহবায়ক আইনজীবী জামাল পাশা রানা, উপজেলার জাসাসের সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাগর, পৌর জাসাসের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।