বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪

অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট’র বিবাহ বিচ্ছেদের নিষ্পত্তি

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি সোমবার বিবাহ বিচ্ছেদের মীমাংসা পত্রে স্বাক্ষর করেছেন।

পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে এএফপি জানায়, আট বছরের আইনি লড়াইয়ের পর এই বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

জোলির আইনজীবী জেমস সাইমন মীমাংসার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছেন, জোলি তাদের পরিবারের শান্তি ও স্বস্তির দিকে মনোনিবেশ করেছিলেন। তিনি বলেন, এটি দীর্ঘ চলমান প্রক্রিয়ার একটি অংশ যা আট বছর আগে শুরু হয়েছিল। সত্যি বলতে, অ্যাঞ্জেলিনা ক্লান্ত, কিন্তু এই অধ্যায়টি শেষ হওয়ায় তিনি স্বস্তি পেয়েছেন।

জোলি (৪৯) এবং ব্র্যাড পিট (৬১) ছিলেন হলিউডের খুবই জনপ্রিয় তারকা দম্পতি। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে জোলি তাদের বিয়ে ভেঙে দেওয়ার জন্য আবেদন করেছিলেন এবং তখন থেকেই আদালতে লড়াইয়ে এই জুটির বিষয়টি আটকে ছিল।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ চলচ্চিত্রে অভিনয় করার পর পিট এবং জোলি একসঙ্গে জুটিবদ্ধ হন। 

তিনটি দত্তকসহ তাদের ছয়টি সন্তান রয়েছে।