বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৪

শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার শেরপুরের ঝিনাইগাতিতে অনুষ্ঠিত হবে ‘বিহু উৎসব’

কোচ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘বিহু উৎসব’। ছবি: উইকিপিডিয়া

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল এর ব্যবস্থাপনায় কোচ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘বিহু উৎসব’ উদযাপন করা হবে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া কালিস্থান মাঠে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার, শেরপুর রাংটিয়া কোচ সমাজের গ্রামপ্রধান অরুন কুমার কোচ এবং নেত্রকোনা বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমীর নির্বাহী সদস্য যোগল কিশোর কোচ।