বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৪

নাটোরে শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক প্রদর্শনী

নাটোরে গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি একুশের বইমেলায় অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করে। ছবি : বাসস

নাটোর, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি  একুশের বইমেলায় এই প্রদর্শনীর আয়োজন করে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের প্রশিক্ষক ও দল সমন্বয়কারী জালাল উদ্দিনের নেতৃত্বে প্রদর্শনীতে গ্রুপ সাইকেল ব্যালেন্স, ব্ল্যাংকেট ব্যালেন্স, রিং ড্যান্স, রোলার ব্যালেন্স, হাই সাইকেল ব্যালেন্স, বডি ব্যালেন্স, ব্যারেল ব্যালেন্স, রোপ জাম্প, পাইপ ব্যালেন্স, ব্যাম্বো এন্ড ফায়ার ড্যান্স এবং মার্শাল আর্ট প্রদর্শিত হয়।

বিপুল সংখ্যক দর্শক ঢাকা থেকে আগত অ্যাক্রোবেটিক শিল্পিদের মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগ করেন। 

জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান জানান , শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়তে ভাষার মাস জুড়ে বহুভাষিক উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী দেশব্যাপী পর্যায়ক্রমে অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করেছে।