বাসস
  ১০ জানুয়ারি ২০২৩, ১৪:৪২

নড়াইলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল, ১০ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী সুলতান মেলার  ৪র্থদিনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় সুলতান মঞ্চে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন। 
চিত্রাংকন প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, চিত্রশিল্পি  সমির মজুমদারসহ সংশ্লিষ্টরা।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণী থেকে ১০ম শেণী পর্যন্ত ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২ বছর পর এ প্রতিযোগিতা অংশ নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবক আনন্দ প্রকাশ করেন।
নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী সুলতান মেলা গত ৭জানুয়ারি শুরু হয়েছে।
প্রসঙ্গত, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান। ১৯৯৪ স ালে ১০ অক্টোবর চিরকুমার যশোর সম্মিলিত সমরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণকরেন।