বাসস
  ১১ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ২১:২৬

মাগুরায় ১৫ শিল্পীকে সম্মাননা প্রদান 

মাগুরা, ১১ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় আজ এক অনুষ্ঠানে ১৫ জন গুনী শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমী। 
মঙ্গলবার রাতে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদেরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন মাসুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ প্রমুখ।  
আলোচনাসভা শেষে উত্তরীয় পরিয়ে গুনী শিল্পীদের বরণ করে তাদের হাতে সম্মাননা সনদ, মেডেল ও চেক তুলে দেন জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ। 
পরে শিল্পকলা একাডেমী ও উদীচী শিল্পগোষ্ঠীসহ স্থানীয় শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
সম্মাননা পাওয়া গুনী শিল্পীরা হলেন- কন্ঠ সংগীতে অজিত কুমার রায়, আবু জাফর, বিপুল কুমার পাল, লোক সংস্কৃতিতে হাসেম আলী মোল্যা, আব্দুল লতিফ শিকদার, সুকুমার জোয়ার্দার, যন্ত্র সংগীতে শিবুপদ সাহা, দ্বীনবন্ধু কর্মকার, শংকর কর্মকার, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসেবে মায়া ভৌমিক, এ কে এম মোখলেছুর রহমান, জেলা উদীচী শিল্পী গোষ্ঠী, আবৃত্তিতে খান রকিবুল হক দিপু, যাত্রা শিল্পে সুবল চন্দ্র বিশ্বাস,স্বপন পান্ডে।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুপ কুমার চ্যাটার্জী জানান, শিল্পকলা একাডেমীর উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই বাছাই শেষে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের জন্য মোট ১৫ জন গুনী শিল্পীকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।