বাসস
  ১৯ জানুয়ারি ২০২৩, ০৯:৫৯
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১১:২১

জয়পুরহাটে দর্শক মুগ্ধতায় মঞ্চায়ন হলো নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’

জয়পুরহাট, ১৯ জানুয়ারি, ২০২৩ (বাসস) : পল্লীকবি জসীম উদ্দীনের অমর সৃষ্টি বাংলা সাহিত্যের অনবদ্য কাহিনিকাব্য নিয়ে দর্শক মুগ্ধতায় মঞ্চায়ন হলো নৃত্যনাট্য ’নকশী কাঁথার মাঠ’ জয়পুরহাট শিল্পকলা একাডেমি শিলনায়তনে বুধবার রাতে সাড়ে ৮ টায় ওই নাটক মঞ্চস্থ হয়।
’তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি’ এ স্লোগানকে সামনে রেখে নৃত্যনাট্য নকশী কাঁথার মাঠ পরিচালনা করেন বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক মনিরুল ইসলাম মুকুল। পল্লীকবি জসীম উদ্দীনের অমর সৃষ্টি বাংলা সাহিত্যের অনবদ্য কাহিনিকাব্য নিয়ে নৃত্যনাট্য ’নকশী কাঁথার মাঠ’ শুরু হলে কানায় কানায় ভরে যায় জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তন। কাব্যটিতে রুপাই ও সাজু নামক দু’জন গ্রামীণ যুবক-যুবতীর অবিনশ্বর প্রেমের কাহিনি তুলে ধরা হয় নকশী কাঁথার মাঠ নৃত্যনাট্যটিতে। বিপুল সংখ্যক  দর্শক উপভোগ করেন পল্লীকবি জসীম উদ্দীনের অমর সৃষ্টি বাংলা সাহিত্যের অনবদ্য কাহিনিকাব্য নিয়ে মঞ্চায়িত ”নকশী কাঁথার মাঠ’। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেন তাদের মধ্যে রয়েছেন প্রধান চরিত্র রুপাই এর ভূমিকায় ছিলেন দ্যা পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক আমিনুল আশরাফ, সাজুর ভূমিকায় ছিলেন বিশিষ্ট্য নৃত্যশিল্পী ও প্রশিক্ষক সাবিনা খাতুন।জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী , সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল ইসলামসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্যনাট্য ’নকশী কাঁথার মাঠ’ মুগ্ধতায় উপভোগ করেন।