বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৩

জয়পুরহাটে শহীদ দিবসে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

জয়পুরহাট, ২২ ফেব্রয়ারি, ২০২৩ (বাসস) : শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জয়পুরহাটে সাংস্কৃতিকঅনুষ্ঠানের আয়োজন করেছে জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা। অমর একুশে পালন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যয়৭টায় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
জেলা প্রশাসনের আয়োজনে একুশের কর্মসচিতে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ”বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জয়পুরহাট সরকারি কলেজের বাংলাবিভাগের সহকারী অধ্যাপক মো: শহিদুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কে এম মামুন খান চিশতী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি আমিনুল হক বাবুল প্রমূখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিশু শিল্পীরাও সংগীত ও নৃত্য পরিবেশন করে। জয়পুরহাট আবৃত্তি পরিষদ তাদের বৃন্দ কবিতা আবৃত্তি করেন। এ ছাড়াও  স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিল্পীদের গানের সঙ্গে নৃত্য পরিবেশন দর্শকদের বাড়তি আনন্দ প্রদান করে। সবশেষে অমর একুশে উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।