শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া, ১ মে, ২০২৩ (বাসস): জেলায় ৩ দিনব্যাপী বৈশাখী উৎসব ও মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার রাত সাড়ে সাতটায় সাহিত্য একাডেমির আয়োজনে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত¦রে উৎসব ও মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
তিন দিনব্যাপী বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক এ কে এম শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দূস, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, কবি ও মুক্তিযুদ্ধের সংগঠক জয়দুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বৈশাখী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এডভোকেট মানিক রতন শর্মা।
মেলায় ১৫টি স্টল অংশগ্রহণ করেছে। মেলার মঞ্চে নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মেলা আগামী ২ মে পর্যন্ত চলবে।