বাসস
  ০৯ জুলাই ২০২৩, ১০:৫২

গোপালগঞ্জের ১৯ জন প্রতিযোগি অংশ নিচ্ছেন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায়

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৯ জুলাই, ২০২৩ (বাসস) : আগামী ২১ জুলাই ঢাকায়  জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতার ৭টি ইভেন্টে গোপালগঞ্জ জেলা থেকে ১৯ জন প্রতিযোগি অংশগ্রহণ করবেন।  
ইতিমধ্যেই জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার গোপালগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার ৭টি ইভেন্টের ২১টি বিভাগে ১৯ জন প্রতিযোগি জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করেছে।  ৭টি ইভেন্টের ২১ বিভাগের মধ্যে সংগীতের ২টি ইভেন্ট ২ জন চ’ড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। এই জন্য ওই প্রতিযোগিতায় ২১ জনের স্থলে ১৯ জন অংশগ্রহণ করছেন।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, এই প্রতিযোগিতার ৭টি ইভেন্টের  ২১টি বিভাগে ১৯ জন প্রথম স্থান অধিকার করে। এরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী ২১ জুলাই ঢাকায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমরা অংশ গ্রহণকারীদের নামের তালিকা গত ৮ জুলাই ঢাকা পাঠিয়েছি।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ জেলা গোপালগঞ্জ সাংস্কৃতিক দিকে দিয়ে অনেকটাই অগ্রসর। আশা করছি জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় গোপালগঞ্জের প্রতিযোগিরা ভাল করবে। তাই প্রতিযোগিদের জন্য শুভ কামনা রইল।
প্রতিযোগি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুস্মিতা বিশ্বাস বলেন, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমরা ভাল করবো। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। জাতীয় পর্যায়ে গোপালগঞ্জ জেলার সম্মান অক্ষুন্ন রাখতে আমরা সর্বোাচ্চ উজাড় করে দেবো।