শিরোনাম
বরিশাল, ১১ জানুয়ারী ২০২৫ (বাসস) : “এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বরিশালে শুরু হয়েছে ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
শুক্রবার প্রধান অতিথি হিসেবে ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।
জেলা প্রশাসন ও ফরমার ক্রিকেটার্স ক্লাবের আয়োজনে জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা’র সহযোগিতায় জেলা আউটার স্টেডিয়ামে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণদের মেধা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিসসহ অসংখ্য খেলায় বরিশালের ছেলে-মেয়েরা দেশকে নেতৃত্ব দিচ্ছে। বরিশালের অনেক সন্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন দেশ-বিদেশে।
এসময় সন্তানদের পড়াশুনার পাশাপশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়।
জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলামের সঞ্চালণায় এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, ক্রীড়া পরিদপ্তর পরিচালক মো. মোস্তফা জামান, বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এ ১২টি দল অংশ নিচ্ছে।