বাসস
  ১২ জানুয়ারি ২০২৫, ২০:৫৭

সিলেটের টানা জয়ে উচ্ছ্বসিত দর্শকরা

সিলেট, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিপিএলে তিন ম্যাচ হারের পর নিজেদের মাঠে টানা দ্বিতীয় জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। এমন পারফর্মেন্সে উচ্ছ্বসিত সিলেটের দর্শকরা আশা করছেন, এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিলেট এবারও ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ৮ রানে হারায় সিলেট স্ট্রাইকার্স। আরিফুল হক রনির নেতৃত্বে এটি দলের দ্বিতীয় জয়। এর আগে গত শুক্রবার ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে প্রথম জয় পায় স্বাগতিকরা।

এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সোনালি ট্রফি উন্মোচন হয়েছে সিলেটে। শনিবার সিলেট স্টেডিয়ামে কোনো খেলা ছিল না। বিকেল সাড়ে তিনটায় সিলেট স্ট্রাইকার্সের হাত ধরে ট্রফিটি উন্মোচন হয়। সিলেটের ক্রিকেটভক্তরা যাতে কাছ থেকে ট্রফিটি দেখতে পারেন সে জন্য এমন উদ্যোগ বলে জানিয়েছেন বিসিবির কর্মকর্তা। একদিন পর সবমিলিয়ে ভালো মোমেন্টাম পেয়ে গেছে টিম স্ট্রাইকার্স ও সিলেটের দর্শকরা।

যদিও প্রথম দুই ম্যাচে জয় পায়নি সিলেট স্ট্রাইকার্স। তবু গ্যালারিতে সিলেটের সমর্থকদের কমতি ছিল না। চট্টগ্রামের বিপক্ষে জয়ের পর উচ্ছ্বসিত সমর্থনের জন্য নিজেদের জয় সিলেটবাসীর প্রতি উৎসর্গ করেন ম্যাচসেরা ব্যাটার জাকির হাসান।

রোববার বিকেলে খুলনা টাইগার্সের বিপক্ষে সিলেটের জয়ের পর গ্যালারিতে থাকা দর্শকদের সঙ্গে কথা হয়। নিজেদের মাঠে দলের নিময়িত জয় দেখে তাদের উচ্ছ্বাসের শেষ নেই।

মাঠের পূর্বপ্রান্তে ক্লাব হাউজে বসে খেলা দেখছিলেন তাসনিম আলম। মা ও ভাইয়ের সঙ্গে মাঠে এসেছে স্কুলপড়ুয়া তাসনিম। নগরের টিলাগড় থেকে প্রতিদিন সিলেটের খেলা দেখতে আসেন। কিশোর তাসনিম বলছিলেন, ‘খেলা দেখে ভালো লাগছে। সিলেট ভালো খেলছে দেখে আরো বেশি খুশি তারা।’

তাসনিমের ভাই তানভীর পড়াশুনা করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ছোটো ভাইয়ের কারণে তিনিও প্রতিদিন মাঠে আসেন। তানভীর বলেন, ‘আমাদের বাবা সবসময় টিভিতে খেলা দেখেন। আমাদেরও খেলা নিয়ে আগ্রহ অনেক। সিলেটের খেলা হলে তো মাঠে আসতেই হয়। নিজেদের খেলা। ভালো করলেও আসবো, খারাপ করলেও। তবে এবার সিলেট ভালো করবে এমনটা আশা রাখছি।’

শহীদ আবু সাঈদ গ্যালারিতে একদল যুবক খেলা দেখতে এসেছে যাদের প্রায় সবার বয়স ২০-২২ বছর। তাদের মধ্যে মাহিন নামের এক যুবকের সঙ্গে কথা হয়। মাহিন জানায়, তারা নিয়মিত খেলা দেখতে আসেন। সিলেটের কানাইঘাট উপজেলায় তাদের বাড়ি। গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট খেলেন দলবদ্ধভাবে। সিলেটের খেলা দেখতে এসে বেশ উপভোগ করছেন।