শিরোনাম
ফেনী, ১২ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলার সোনাগাজী উপজেলায় আজ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. রবিন, সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন, বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান প্রমুখ।
সভায় আগামী ২০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সময়ে উপজেলা ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে তারুণ্যের উৎসব পালন উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা-সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।