বাসস
  ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫২

নড়াইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নড়াইল, ১৩ জানুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নড়াইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রাথমিক অফিস নড়াইল আয়োজিত বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে বালক ও বালিকা শাখার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামান।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধন ও শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম ।