শিরোনাম
ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাস গতকাল তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন করেছে। দূতাবাস ও উজবেকিস্তান ক্রিকেট ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে আজ একথা জানানো হয়।
উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড.মোহাম্মদ মনিরুল ইসলাম এ উৎসব উদযাপনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করে বলেন, এ ধরনের আয়োজন দু’দেশের জনগণ ও তরুণ প্রজন্মের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করবে। উজবেকিস্তান ক্রিকেট ফেডারেশনের সভাপতি আজিজ গেবুল্লাভিচ মিহলিভ ও উজবেকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উজবেকিস্তান ক্রীড়া অঙ্গনের ব্যক্তিবর্গ এ এসময় উপস্থিত ছিলেন।
উৎসব উপলক্ষ্যে দূতাবাসে উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ‘বাংলাদেশ ও উজবেকিস্তান সম্পর্ক: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর পথচলা’ শীর্ষক একটি ইন্টারএক্টিভ ডায়ালগ অনুষ্ঠিত হয়। উজবেকিস্তান স্টেট বিশ্ববিদ্যালয় অব ওরিয়েন্টাল স্টাডিস, সেন্ট্রাল এশিয়ান বিশ্ববিদ্যালয় ও ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়সহ উজবেকিস্তানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে দু'দেশের বন্ধুপ্রতিম সম্পর্ককে আরো দৃঢ় ও ফলপ্রসূ করতে তাদের সৃষ্টিশীল ও উদ্ভাবনী প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট ও পটভূমি উল্লেখ করে রাষ্ট্রদূত নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের প্রত্যয় ও প্রতিশ্রুতির ওপর আলোকপাত করেন। এছাড়া, তিনি দু’দেশের মধ্যকার শিক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ড বিষয়ক একচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
ইন্টারএক্টিভ ডায়ালগ শেষে উজবেকিস্তান ইয়ুথ এজেন্সির সহযোগিতায় ‘তারুণ্য শক্তি জাতি গঠনে প্রধান নিয়ামক’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বক্তাগণ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নানা ক্ষেত্রে সফলতার কথা উদাহরণস্বরূপ তুলে ধরেন। পরে দূতাবাস প্রাঙ্গণে ফুড ফেস্টিভাল এর আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দসহ উজবেকিস্তানের সরকারি ও বেসরকারি পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।