বাসস
  ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তারুণ্যের উৎসব শুরু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মঙ্গলবার সকালে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার পাকুন্দিয়ায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত পাকুন্দিয়ায় তারুণ্যের উৎসব চলবে। প্রথম দিনের কর্মসূচির মধ্যে ছিল স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড গ্রুপ নির্ণয়, কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরামর্শ প্রদান। আগামী ১৫, ১৬, ১৮ জানুয়ারি উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা, আগামী ২০ জানুয়ারি উপজেলা পর্যায়ের কর্মশালা, ২৩ জানুয়ারি উপজেলায় যুব সমাবেশ ও বিভিন্ন ধরনের মেলা এবং আগামী ২৮ জানুয়ারি উপজেলায় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এছাড়াও জুলাই বিপ্লবে অংশ নেওয়া তরুণ নেতৃত্বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগতরা তারুণ্যের উৎসবে অংশ নেন।