শিরোনাম
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসের উদ্দ্যেগে গতকাল মঙ্গলবার উজবেকিস্তান ইকোনোমিক অ্যাসেম্বলি-এর সহযোগিতায় ‘তারুণ্যের ক্ষমতায়ন: বাংলাদেশ-উজবেকিস্তান ব্যবসায়িক সম্পর্কের সম্প্রসারণ’- শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। উজবেকিস্তানের তরুণ ব্যবসায়ী নেতারা ও উদ্যোক্তারা বৈঠকে অংশগ্রহণ করে।
উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রগতির ওপর আলোকপাত করে বলেন, এ সম্পর্ককে আরো ঘনিষ্ঠ ও ফলপ্রসূ করতে দু’দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করার পাশাপাশি সৃজনশীল উদ্যোগ গ্রহণ করতে হবে।
তরুণ সমাজের মেধা, মনন, গতিশীলতা ও সৃষ্টিশীলতার প্রশংসা করে- বাংলাদেশ ও উজবেকিস্তানের তরুণ সম্প্রদায়ের মধ্যকার যোগাযোগ ও বোঝাপড়াকে আরো গভীর ও শক্তিশালী করার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
রাষ্ট্রদূত বাংলাদেশে সম্ভাবনাময় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে টেক্সটাইল, কৃষি, ঔষধ, পাট, কেমিক্যালস ও তথ্য প্রযুক্তির কথা উল্লেখ করেন- যখানে দু’দেশের জন্য ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা ও সুযোগ রয়েছে।
ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সসব ক্ষেত্রে সকলের অংশগ্রহণমূলক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে উজবেকিস্তান ইকোনোমিক অ্যাসেম্বলির চেয়ারম্যান মোক্তার ওমরভ স্বাগত বক্তব্যে বাংলাদেশকে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে অভিহিত করে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে উজবেকিস্তানের ব্যবসায়ীদের আন্তরিকতা ও প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।
তিনি দু’দেশের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধন ও সম্প্রীতির চিত্র তুলে ধরে দু’দেশের ব্যবসায়ী নেতাদের অর্থনৈতিক পরিমণ্ডলে বিদ্যমান সুযোগ-সুবিধাসমূহ কাজে লাগানোর জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপস্থিত তরুণ ব্যবসায়ী নেতারা দু’দেশের মধ্যকার ব্যবসায়িক ও বিনিয়োগ সহযোগিতাকে আরো সহজ, সাবলীল ও অর্থবহ করতে একাধিক উদ্ভাবনী প্রস্তাব উপস্থাপনা করে বাংলাদেশের তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে এ ব্যাপারে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে তাদের অভিপ্রায় প্রকাশ করেন।
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গতকাল মঙ্গলবার উজবেকিস্তান ডিপ্লোমেটিক একাডেমিতে ‘বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক: বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষিত’-শীর্ষক একটি একাডেমিক সেশন আয়োজন করা হয়।
সেখানে উজবেকিস্তানের সাবেক ও বর্তমান কূটনৈতিকরাসহ উল্লেখযোগ্য সংখ্যক পেশাজীবী অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদূত ড. ইসলাম ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের গুরুত্ব ও তাৎপর্যতার ওপর আলোকপাত করে রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অর্জন তুলে ধরেন।