বাসস
  ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:২৪
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫০

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসবকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এ প্রতিপাদ্যে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে ঢাকাসহ দেশের ৭টি ভেন্যুতে আরচ্যারী র‌্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শীতের পিঠাপুলি, দিনব্যাপি প্রদর্শনী, উন্মুক্ত আরচ্যারী প্রতিযোগিতা এবং দেশীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন।

তারই ধারাবাহিকতায় প্রথম ভেন্যু হিসেবে নীলফামারী জেলায় আজ সকাল ১০:৩০ টায় র‌্যালি অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য এই র‌্যালি জেলা প্রশাসক চত্তর থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমি হয়ে বড় মাঠে (হাই স্কুল মাঠ) গিয়ে শেষ হয়।

তারুণ্যের উৎসবের আরচ্যারীর এই কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান।

উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক মো: সাইদুল ইসলাম, নীলফামারী জেলার জজ কোর্টের জেপি আবু মোহাম্মদ সোয়েম, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রশিক্ষণ ও আরচ্যারী উন্নয়ন সাব-কমিটির আহ্বায়ক মো: ফারুক ঢালী। এছাড়া বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুব মোরশেদুল আলম লেবুসহ স্থানীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

উদ্বোধন শেষে বড় মাঠে পিঠা উৎসব, লোক সংগীত ও লোক নৃত্য পরিবেশন করা হয়। এরপর একই মাঠে শুরু হয় দিনব্যাপি উন্মুক্ত আরচ্যারী প্রতিযোগিতা। বিগিনার আরচ্যারী প্রতিযোগিতায় নীলফামারী সদর, সৈয়দপুর, ডিমলা, ডোমার, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলাসহ মোট ৬টি উপজেলার ১২ জন পুরুষ ও ১২ জন মহিলাসহ মোট ২৪ জন আরচ্যার অংশগ্রহণ করেন।

নীলফামারী জেলা প্রশাসন, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা এবং নীলফামারী জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় নীলফামারী জেলায় তারুণ্যের উৎসব-২০২৫ এর আরচ্যারী কর্মসূচি বাস্তবায়ন করা হয়।