বাসস
  ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৬

তারুণ্যের উৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে আজ শুরু হচ্ছে লোক ও কারুশিল্প মেলা

তারুণ্যের উৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে আজ শুরু হচ্ছে লোক ও কারুশিল্প মেলা। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জেলায় আজ উদ্বোধন করা হবে ১০দিন ব্যাপী লোক ও কারুশিল্প মেলা।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগানকে সামনে রেখে জেলার রিজার্ভ বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা শহিদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ১০দিন ব্যাপী লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন করবেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এ বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন বাসসকে জানান, আজ বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তারুণ্যে উৎসব উপলক্ষে ১০দিন ব্যাপী লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন করা হবে।

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১০দিন ব্যাপী লোক ও কারুশিল্প মেলা উপলক্ষে শহিদ শুক্কুর স্টেডিয়ামে বসানো হয়েছে প্রায় ১শত ২০টি স্টল। এসব স্টলে তরুণ উদ্যোক্তাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও  উদ্যোক্তারা অংশ নেবেন।

মেলায় বিভিন্ন ধরনের স্টলের পাশাপাশি, প্রতিদিন তরুণদের নিয়ে বিভিন্ন ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজন থাকছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা। আগামী ২৫ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।