শিরোনাম
মেহেরপুর, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলায় তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা সদর উপজেলার অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নুর।
কর্মশালায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) গাজী মইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অব. ক্যাপ্টেইন আব্দুল মালেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশিক রাব্বি, উপজেলা প্রকৌশলী সাব্বির উল ইসলাম, ছাত্রনেতা হাসনাত জামান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফুয়াদ খান।
কর্মশালায় ছাত্র, তরুণ, শিক্ষক, সাংবাদিক, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি ও জনপ্রতিনিধির অংশগ্রহণে ১২টি গ্রুপ অংশ নেয়। তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ কেমন হবে সে বিষয় প্রতিটি গ্রুপ তাদের আলাদা আলাদা মতামত তুলে ধরেন।