বাসস
  ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:০২

মেহেরপুরে পলিথিন ও প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ে কর্মশালা

মেহেরপুরে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পলিথিন ও প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। ছবি : বাসস

মেহেরপুর, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পলিথিন ও প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সিফাত মেহনাজ কর্মশালার উদ্বোধন করেন। 

তারুণ্যের উৎসব উদযাপনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্যে পলিথিন বর্জন করে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধিকল্পে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালায়  সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাকসুদা আকতার খানম (পিপিএম), জেলা পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক মো. মোজাফ্ফর খান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার প্রমুখ।

কর্মশালায় পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহারে ক্ষতিকর এবং করনীয় বিষয়ে ৬ টি গ্রুপ ভিত্তিক আলোচনা করেন। 

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।