বাসস
  ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৪৫

তরুণ্যের উৎসব, লক্ষ্মীপুরে উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

লক্ষ্মীপুরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে তারণ্যের ভাবনায়, আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এ প্রতিপাদ্য নিয়ে তারণ্যের ভাবনায়, আগামীর বাংলাদেশ, শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০টায় ২১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়। এসময় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহামুদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

এ সময় ২১ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার বলেন, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। তারুণ্যের ভাবনায় এবং আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছে বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা।