বাসস
  ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৫৭
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:২৩

মাগুরায় সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল অনুষ্ঠিত

মাগুরায় সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল অনুষ্ঠিত- ছবি : বাসস

মাগুরা, ১৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : তারুন্যের উৎসবকে প্রতিপাদ্য করে মাগুরা জেলা স্টেডিয়ামে গতকাল সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্ট (বালিক ও বালিকা) এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

বালিকা বিভাগের ফাইনালে শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করেছে। এই বিভাগে রানার্স-আপ হয়েছে মাগুরা সদর উপজেলার খানাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

বালক বিভাগে শ্রীপুর উপজেলার সাবদালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্স-আপ হয়েছে।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরা জেলার ডেপুটি কমিশনার মো: ওহিদুল ইসলাম।