শিরোনাম
নোয়াখালী, ১৮ জানুয়ারী ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’, স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে নোয়াখালীতে জাতীয় যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে।
শনিবার দুপুরে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: নাঈমা নুসরাত জেবিন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
টুর্নামেন্টে জেলার ১০ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বেগমগঞ্জ উপজেলা যুব দল ও কবিরহাট উপজেলা যুব দল।