বাসস
  ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭

সিরাজগঞ্জে আন্ত:উপজেলা ভলিবল টুর্নামেন্ট শুরু

ছবি : বাসস


সিরাজগঞ্জ, ১৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই শ্লোগানকে প্রতিপাদ্য করে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গতকাল থেকে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে আন্ত:উপজেলা ভলিবল টুর্নামেন্টে।

যুব ও ক্রীড়া  মন্ত্রণালয়ের তত্বাবধানে, জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতি রায়। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন, সহকারী কমিশনার মো: ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার মো: নুরে এলাহী, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ খান হাসান।

নয়টি উপজেলা সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, উল্লাপাড়া, কাজিপুর, কামারখন্দ, বেলকুচি, চৌহালী ও রায়গঞ্জ নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা ২-১ সেটে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করে।