শিরোনাম
লক্ষ্মীপুর, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়, এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ কার্যালয়ের সামনে আজ সকাল ১০টার দিকে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
মেলায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ২৭টি স্টল অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কৃত যন্ত্রপাতি ঘুরে দেখেন অতিথিরা। এ সময় জেলা প্রশাসক বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা নিজেদের আবিস্কৃত উদ্ভাবনী যন্ত্রপাতি তৈরী করে প্রদর্শন করেছেন। এটি খুবই চমৎকার। তাদের মেধা-বিকাশে দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সহকারী কমিশনার(ভূমি) অভি দাস, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। এছাড়া মেলায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকরা। মেলা চলবে সোমবার বিকেল পর্যন্ত।