বাসস
  ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:১৮

তারুণ্যের উৎসবে নেত্রকোনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

তারুণ্যের উৎসবে নেত্রকোনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ছবি ; বাসস

নেত্রকোনা, ১৯জানুয়ারি, ২০২৫ (বাসস) : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নেত্রকোনায় আজ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

বেলা ১১ টায় জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জিরো ওয়েস্ট ব্রিগেড নেত্রকোনার আয়োজনে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে।

এ অভিযানের উদ্বোধন করেন শিক্ষা ও আইসিটির অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, পরিবেশ অধিদপ্তের পরিদর্শক মো: জব্বার হোসাইন, ছাত্র সমন্বয়ক মো: জনি, ক্লিন আপের সদস্য জোবায়ের আহমেদ সাজিদ, মো: ইব্রাহিমসহ বিভিন্ন সে¦চ্ছাসেবী সংগঠনের সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা।

চলমান আন্তঃ জেলা প্রাথমিক ফুটবল টুর্নামেটের শিক্ষার্থীদের  মধ্যে সচেতনতার জন্য এ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি মাঠের চারপাশে অবস্থানরত সব খাবার দোকানের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং  সঙ্গে ডাস্টবিন রাখার জন্য নির্দেশ দেন শিক্ষা ও আইসিটির অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন।