শিরোনাম
মাগুরা, ২১ জানুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মাগুরা জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) শুরু হয়েছে।
মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগ আয়োজিত এ টুর্নামেন্ট চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
টুর্নামেন্টে জেলার চারটি উপজেলার একটি করে বালক ও বালিকা দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হোসাইন শওকত।
এসময় তিনি বলেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও সঠিক পথে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম।
মাগুরার জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: শামীম কবীর।
উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সদর উপজেলা ও শালিখা উপজেলার অনূর্ধ্ব ১৭ বালিকা দল।
এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করতে অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।