শিরোনাম
পঞ্চগড়, ২১ জানুয়ারি,২০২৫ (বাসস) : জেলায় মাসব্যাপী তারুণ্যের উৎসবের কর্মসূচি হিসেবে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শহরের স্টেডিয়ামে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়।
এসময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ প্রাথমিক ওষুধপত্রও দেয়া হয়। চক্ষু ক্যাম্পে চিকিৎসা সহায়তা দিচ্ছে দিনাজপুরের গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতাল। এতে আন্ধেরী হিলফি বন নামের একটি জার্মান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা আর্থিক সহায়তা দিচ্ছে।
জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী তারুণ্যের উৎসবের ২৫ ইভেন্টের মধ্যে একটি বিনামূল্যে চক্ষু ক্যাম্প।
চিকিৎসা নিতে আসা গুরুতর রোগীদের দিনাজপুরের মূল হাসপাতালে বিনামূল্যে আবাসিক চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব পরিবহনে রোগীদের নিয়ে যাওয়া হবে।
জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী, সৈয়দপুর ক্যান্টনমেন্টের মেজর মেহেদী হাসান, জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হাসান, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বী, স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়ক আহসান হাবিব প্রমুখ।